এশা

এশা বাংলা চলচ্চিত্র দ্বিতীয় ও তৃতীয় নায়িকা ভূমিকায় অভিনয় করেন। তাকে মেহেদী, আরবাজ খান, সোহেলদের বিপরীতে কাজ করতে দেখা যায়। তার অভিনীত চলচ্চিত্রগুলো হল ‘গোপন শত্রু’, ‘রসের বাইদানী’, ‘অন্ধকার জীবন’, ‘ষ্টেশনের রংবাজ’ ও ‘মা আমার বেহেস্ত’।