সেলিনা আজাদ

সঙ্গীতশিল্পী সেলিনা আজাদ সুরকার ও সঙ্গীত পরিচালক আজাদ রহমানের স্ত্রী। তিনি আজাদ রহমানের সুরে ‘মাসুদ রানা’ ও ‘দস্যু বনহুর’ ছবির গানে কণ্ঠ দিয়েছেন। ‘মাসুদ রানা’ ছবির ‘মনেরও রঙে রাঙাব’ তার গাওয়া অন্যতম জনপ্রিয় গান।

ছোট‌বেলায় বাবা-মার অনু‌প্রেরণায় সঙ্গীতে হাতেখড়ি হয় তার। তিনি উস্তাদ পি সি জ্ঞোমেজ, উস্তাদ ফুল মোহাম্মদ, সোহরাব হোসেন, শ্রী সু‌ধীন দাসের নিকট থেকে গানের তালিম নেন। তি‌নি বাংলাদেশ বেতার ও টি‌ভির তা‌লিকাভুক্ত একজন শিল্পী। তিনি শিশু‌শিল্পী হিসেবে বিটিভিতে গান গাওয়া শুরু করেছিলেন।

সেলিনা আজাদ সংস্কৃ‌তি কেন্দ্রের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তার তিন কন্যা রয়েছে।

কাজী আনোয়ার হোসেন

লেখক, অনুবাদক, প্রকাশক, এবং সঙ্গীতশিল্পী কাজী আনোয়ার হোসেন (Kazi Anwar Hossain) জনপ্রিয় গোয়েন্দা ধারাবাহিক মাসুদ রানার স্রষ্টা। তার পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এম এ পাস করার পর তিনি বেতারে নিয়মিত শিল্পী হিসেবে যোগদান করেন। ১৯৫৮ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত তিনি ঢাকা বেতারের সঙ্গীতশিল্পী ছিলেন।

রাবেয়া খাতুন

রাবেয়া খাতুন একজন কথাসাহিত্যিক। তার রচিত উপন্যাস অবলম্বনে ‘সান অব পাকিস্তান’ ও ‘মেঘের পরে মেঘ’ ছবি নির্মিত হয়।

উদিত নারায়ণ

উদিত নারায়ণ ভারতীয় সঙ্গীতশিল্পী। বলিউডের চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার জন্য তিনি প্রসিদ্ধ। বলিউডের পাশাপাশি তিনি ভারতীয় অন্যান্য ভাষার গানেও কণ্ঠ দিয়েছেন। তেমনি তিনি বাংলাদেশী কয়েকটি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন। সেগুলো হল – ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘মনের মাঝে তুমি’, ‘রং নাম্বার’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’।

উদিত নারায়ণের জন্ম ১৯৫৫ সালে এক মৈথিলি ব্রাহ্মণ পরিবারে। তিনি দুইবার বিয়ে করেন। প্রথম স্ত্রী রঞ্জনা নারায়ণ এবং দ্বিতীয় স্ত্রী দীপা নারায়ণ ঝা। দীপা নারায়ণের গর্ভে তার পুত্র আদিত্য নারায়ণ জন্মগ্রহণ করেন। আদিত্য একজন সঙ্গীতশিল্পী ও টিভি উপস্থাপক।