সেলিম রেজা একজন প্রযোজনা ব্যবস্থাপক।
News Category:
শহীদুল্লাহ দুলাল
শহীদুল্লাহ দুলাল একজন চিত্রগ্রাহক। তিনি মরমী কবি হাছন রাজার জীবনীভিত্তিক ‘হাছন রাজা’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তার অন্যান্য উল্লেখযোগ্য কাজ হল – ‘হারানো সুর’, ‘ক্ষতিপূরণ’, ‘তুমি আমার’, ‘সত্যের মৃত্যু নাই’, ‘বুকের ভেতর আগুন’, ‘জুয়াড়ী’ ইত্যাদি।
সুজয় সেন
সুজয় সেন একজন শিল্প নির্দেশক। তার উল্লেখযোগ্য কাজ হল ‘তুমি আমার’, ‘আশা ভালবাসা’ ও ‘মিথ্যা অহংকার’।
তমিজ উদ্দিন রিজভী
তমিজ উদ্দিন রিজভী বাংলাদেশী চলচ্চিত্রের অন্যতম সফল নির্মাতা। ষাটের দশকে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন রিজভী। ১৯৭৯ সালে ‘ছোট মা’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন রিজভী।
তার পরিচালিত অন্যান্য চলচ্চিত্রসমূহ হল আশীর্বাদ, জিদ্দি, জেলের মেয়ে, বিরোধ, আশা ভালোবাসা, জবাবদিহি প্রভৃতি। এছাড়া টেলিভিশনের জন্য নাটক নির্মাণ করেছেন তিনি।
১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জবাবদিহি’র পর রিজভী আর কোন চলচ্চিত্র নির্মান করেননি।
তমিজ উদ্দিন রিজভী ১৯৪৭ সালের ১৪ আগস্ট নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম নিজাম আলী এবং মাতা মহিতুন নেছা। পিতামাতার জেষ্ঠ্য সন্তান রিজভী। পারিবারিক জীবনে রিজভী এক কন্যা এবং তিন পুত্র সন্তানের জনক। তিনি ২০২২ সালের ২৫ এপ্রিল ঢাকায় ইন্তেকাল করেন।
মোঃ জাহাঙ্গীর আলম
মোঃ জাহাঙ্গীর আলম ‘স্বপ্নের ঠিকানা’ ছবির প্রধান সহকারী পরিচালক।
মুখলেসুর রহমান গোলাপ
মুখলেসুর রহমান গোলাপ একজন চলচ্চিত্র পরিচালক। তার পরিচালিত চলচ্চিত্র ‘শেষ প্রতীক্ষা’। পূর্ণ পরিচালক হিসেবে কাজ করার পূর্বে তিনি ‘স্বপ্নের ঠিকানা’ ও ‘জীবনসঙ্গী’ ছবির প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
সেলিম মোল্লা
সেলিম মোল্লা ‘স্বপ্নের ঠিকানা’ ছবির শিল্প নির্দেশক।