নকিব কামাল ‘জাগো’ ছবির ব্যবস্থাপক।
News Category:
খিজির হায়াত খান
খিজির হায়াত খান বাংলাদেশী চলচ্চিত্রের ইতিহাসে প্রথম স্পোর্টস-ফিল্ম নির্মাতা হিসেবে খ্যাত। এছাড়াও স্বাধীনতা যুদ্ধের মহান সৈনিক বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র অস্তিত্বে আমার দেশ ছবির নির্মাতা। চলচ্চিত্র নির্মানের পাশাপাশি খিজির হায়াত খান চলচ্চিত্রে অভিনয়ও করেন। Continue reading
আবুল কালাম আজাদ
আবুল কালাম আজাদ একজন রূপ সজ্জাকর।
সামিরা শাহরিয়ার
সামিরা শাহরিয়ার চলচ্চিত্রজগতে পরিচিতি পেয়েছেন সালমান শাহের স্ত্রী হবার সুবাদে। তবে সালমান শাহ’র কস্টিউম এবং মেকআপ – এ দুটো ক্ষেত্রে তার ভূমিকা স্বীকার করা হয় দুটো চলচ্চিত্রের ক্রেডিটে। এ ছাড়া চলচ্চিত্রে তার অন্য কোন ভূমিকা সম্পর্কে জানা যায় না।
সামিরার বাবা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার এবং অধিনায়ক শফিকুল হক হীরা এবং তার মা থাইল্যান্ডের নাগরিক চট্টগ্রামের বিউটিপার্লার ব্যবসায়ী লুসি। সালমান শাহ আত্মহত্যায় মৃত্যুবরণ করার পর সামিরা শাহরিয়ার ব্যবসায়ী মুস্তাকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি ঢাকার বনানীতে স্বামীর সাথে বসবাস করছেন।
কামাল ইউসুফ
কামাল ইউসুফ একজন লেখক ও প্রযোজক। তিনি ‘তোমাকে চাই’ ও ‘আমি তোমারি’ ছবির কাহিনী লিখেছেন।
ইশতিয়াক হোসেন
ইশতিয়াক হোসেন ‘জাগো’ ছবিতে অভিনয় করেছেন।