হারিস ভাটের সাথে জুটি বেঁধে নৃত্য পরিচালনা করেন বলে তারা প্রতাপ হারিস নামে পরিচিত। সঞ্জয় লীলা বানশালীর দেবদাস আর সাওয়ারিয়ার সহকারী নৃত্যপরিচালক আর ভারতের জনপ্রিয় অনুষ্ঠান নাচ বালিয়ে এর চ্যাম্পিয়ন। এছাড়া বিভিন্ন স্টেইজ আর টিভি লাইভে জনপ্রিয় নৃত্য পরিচালক এই দুজন।
News Category:
লোপা
লোপা বাংলা সিনেমার এক সময়ের আলোচিত সমালোচিত চিত্রনায়িকা। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত “কেন ভালোবাসলাম” ছবি দিয়ে তার অভিষেক হয়।
লোপা মূলত দ্বিতীয় ও তৃতীয় নায়িকা হিসেবে মেহেদী, প্রিন্স, আরবাজ খান, বিপ্লবের বিপরীতে অভিনয় করেছেন। ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত লোপার চাহিদা অন্য নায়িকাদের মতোই ছিল আকাশচুম্বী। ওয়ান এলিভেনের সময় ২০০৭ সালের নভেম্বরের শেষের দিকে তৎকালীন সরকার যখন অশ্লীলতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল,
ঠিক তখনই লোপা কয়েকশো শিল্পীর মতো চলচ্চিত্রে নিষিদ্ধ হয়ে যায়। ২০০৯ সালে তিনি বিদেশ চলে যায়।
তার অভিনীত ছবিগুলো হল ‘দাপট’, ‘ভণ্ড নায়ক, ‘পাকা খেলোয়াড়’, ‘তুফান আমার নাম’, কেন ভালোবাসলাম, স্বৈরাচার, জাদরেল, লালু কসাই, নিষিদ্ধ আখড়া, হিরা কেন ডাকাত, বিয়ের লগন, চুরিওয়ালা।
রাশেদুজ্জামান রাশেদ
রাশেদুজ্জামান রাশেদ একজন সহকারী পরিচালক। তিনি ‘দাঙ্গাবাজ’, ‘আজকের সন্ত্রাসী’, ‘নারী আন্দোলন’, ‘লণ্ড ভণ্ড’ ছবিতে প্রধান সহকারী পরিচালক এবং ‘বিল্লু মাস্তান’ ছবিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন।
খালেক আকন্দ
আব্দুল খালেক আকন্দ একজন প্রযোজনা ব্যবস্থাপক। তিনি ‘বিদ্রোহী প্রেমিক’, ‘আত্মসাৎ’ ও ‘লণ্ডভণ্ড’ ছবির ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছেন।