ফিরোজ খান প্রিন্স

ফিরোজ খান প্রিন্স একজন পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি ‘প্রেমিকা ছিনতাই’, ‘খুনী বউ’, ‘মাস্তানি’ ছবি পরিচালনা করেছেন। এর পূর্বে তিনি ‘জজ সাহেব’ ও ‘অবুঝ মনের ভালবাসা’ চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

নীলু

শিমুলের সাথে জুটি বেঁধে নীলু শিমুল নামে ছবি পরিচালনা করেন শিমুল। তাদের পরিচালিত প্রথম ছবি অস্ত্রধারী রানা। পরিচালক ফজল আহমেদ বেনজীরের সহকারী হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ নীলুর।

সাইফ খান

২০০৯ সালে আবু সুফিয়ানের ‘বন্ধু মায়া লাগাইছে’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে আগমন সিলেটের ছেলে সাইফ খানের। প্রথম ছবিতে তার নায়িকা ছিলেন নিপুণ। এরপর তার অভিনীত মুক্তি পেয়েছে ‘একজনমের কষ্টের প্রেম’ ও ‘পালাবার পথ নেই’। এছাড়া কলকাতার চলচ্চিত্র ‘আমিই টোটো’তে অভিনয় করেছেন তিনি। Continue reading