সুমন ধর

সুমন ধর একজন চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক। তার পরিচালিত প্রথম ছবি ‘দর্পন বিসর্জন’।

এম এইচ মানিক

এম এইচ মানিক ‘মেয়েরাও মাস্তান’ ও ‘আজকের সমাজ’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করেন।

জাফর আল মামুন

জাফর আল মামুন পরিচালক নজমুল হুদা মিন্টুর সহকারী হিসেবে চলচ্চিত্রে আগমন করেন। তিনি মিন্টুর সহকারী হিসেবে ‘মৌসুমী‘ এবং নজরুল ইসলাম খানের প্রধান সহকারী পরিচালক হিসেবে ‘আজকের সমাজ’ ছবিতে কাজ করেন। পরিচালক হিসেবে তার প্রথম চলচ্চিত্র ‘প্রেমের বাঁধা’।