মাশরুর পারভেজ

মাশরুর পারভেজ একজন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, ও চিত্রনাট্যকার। তিনি ‘রাইয়ান’ ও ‘গোয়িং হোম’ চলচ্চিত্র পরিচালনা করেছেন।

তার বাবা মাসুদ পারভেজ সোহেল রানা এবং চাচা মাসুম পারভেজ রুবেলও অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক।

আজগর আলী

আজগর আলী একজন চিত্রগ্রাহক। তিনি চিত্রগ্রাহক আজমল হকের সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ‘শাসন’, ‘স্ত্রী হত্যা’, ‘মিথ্যা অহংকার’ ছবির প্রধান সহকারী চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন। ‘হিংসা প্রতিহিংসা’, ‘প্রেম সংঘাত’, ‘হৃদয় শুধু তোমার জন্য’, ‘টপ ক্রাইম’, ‘বুলেট’, ‘হৃদয় আমার নাম’, ‘কমিশনার’, ‘উতলা মন’ প্রভৃতি ছবির চিত্রগ্রহণের দায়িত্ব পালন করেছেন।

তার জন্ম ১৯৬৬ সালের ৩ মে গোপালগঞ্জের মুকসুদপুর থানার খানজাপুর গ্রামে।