হানিফ রেজা মিলন

হানিফ রেজা মিলন সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে আসেন। তিনি নূর মোহাম্মদ মনির সহকারী হিসেবে ‘ক্ষমতার লড়াই’ ও পরিচালক যুগল সাফি-ইকবালের সহকারী হিসেবে ‘সাত খুন মাফ’ ছবিতে কাজ করেছেন। একক পরিচালক হিসেবে তিনি ‘মন তোর জন্য পাগল’ ছবি পরিচালনা করেছেন এবং এই ছবির গানের কথা লিখেছেন।

এ. কে. কোরেশী

এ. কে. কোরেশী নামে পরিচিত আজিজুল কাদের কোরেশী একজন শব্দগ্রাহক ও পার্শ্ব অভিনেতা। তিনি এফডিসি’র সর্বশেষ প্রতিষ্ঠাতা সদস্য।

কোরেশীর জন্ম ১৯৩৭ সালের ৮ মে। তিনি ২০১৭ সালের ১১ জানুয়ারি ক্যালিফোর্নিয়া’র লস অ্যাঞ্জেলসের এক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

ছবি কৃতজ্ঞতা : মীর শামসুল আলম বাবু

জেড এ চৌধুরী

জেড এ চৌধুরী একজন লেখক ও প্রযোজক। তিনি ‘মহামিলন’ ও ‘গণধোলাই’ ছবির কাহিনি লিখেছেন এবং প্রযোজনা করেছেন।

দিলীপ সোম

দিলীপ সোম একজন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি ‘নবাব সিরাজউদ্দৌলা’ ছবিতে সহযোগী পরিচালক ও ‘পালঙ্ক’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। পরবর্তীকালে তিনি ‘সাত ভাই চম্পা’ (১৯৬৮) ছবি দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করেন।

গোলাম আজিজ

গোলাম আজিজ একজন সঙ্গীতশিল্পী। তিনি ‘ধর’ ও ‘ইভটিজিং’ ছবির গানে কণ্ঠ দিয়েছেন।