রাশেদ মোর্শেদ

রাশেদ মোর্শেদ একজন সুরকার ও সঙ্গীত পরিচালক। তিনি ‘ভালোবাসা সেন্টমার্টিনে’ ও ‘পৃথিবীর নিয়তি’ ছবির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন।

নাঈম

‘তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি’- এই একটি গান কানে বাজলেই বা মনে পড়লেই চোখে ভেসে উঠে ভিষণ স্মার্ট আর সুদর্শন এক পুরুষের মুখ। তিনি চিত্রনায়ক নাঈম।

১৯৯১ সালের ৪ অক্টোবর ‘চাঁদনী’ ছবির মুক্তির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় তার। প্রথম ছবিই সুপারহিট। এতে তার বিপরীতে ছিলেন শাবনাজ। ছবিটির মাধ্যমে নতুন নায়ক-নায়িকা হিসেবে আলোচনার শীর্ষে উঠে আসেন এই জুটি।

এরপর ‘লাভ’, ‘চোখে চোখে’, ‘দিল’, ‘টাকার অহংকার’, ‘ঘরে ঘরে যুদ্ধ’, ‘সোনিয়া’, ‘অনুতপ্ত’সহ বেশ কয়েকটি ছবিতে জুটি বেধে অভিনয় করেন তারা। প্রায় ২০টির মতো ছবিতে এই জুটিকে দেখা গেছে। যার প্রতিটি ছবিই জনপ্রিয় ও ব্যবসাসফল।

অভিনয়ের তিন বছরের মাথায় শাবনাজ ও নাঈম দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন। ১৯৯৪ সালের ৫ অক্টোবর ভালোবেসে বিয়ে করেন তারা। তাদের দুই মেয়ে – বড় মেয়ে নামিরা নাঈম আর ছোট মেয়ে মাহদিয়া নাঈম।

১৯৭০ সালের ৮ মে জন্মগ্রহণ করেন এই নায়ক। নবাব বংশের সন্তান নাঈম। তার পুরো নাম খাজা নাঈম মুরাদ। মায়ের সূত্রে তিনি টাঙ্গাইল করটিয়া জমিদার বাড়ির সন্তান।

শিশির আহমেদ

শিশির আহমেদ একজন চলচ্চিত্র অভিনেতা এবং মডেল। মাটির পরী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার রূপালী পর্দায় অভিষেক ঘটে। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনের মডেল হয়েছেন শিশির আহমেদ। এর মধ্যে শিওর ক্যাশ এবং এরফান চিনিগুড়া চাল অন্যতম। মঞ্চে অভিনয়ের মাধ্যমে তার যাত্রা শুরু হলেও বর্তমানে তিনি চলচ্চিত্রাঙ্গনে প্রতিষ্ঠিত হবার দিকেই বেশি আগ্রহী। Continue reading

মনিরাজ খান

মনিরাজ খান বাংলাদেশী চলচ্চিত্রের একজন উদীয়মান অভিনেতা। এখলাস আবেদীন চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার রূপালী পর্দায় অভিষেক ঘটে। তবে চলচ্চিত্রে আসার অনেক আগে থেকেই তিনি অভিনয়ের সাথে যুক্ত ছিলেন। তিনি ঢাকা নাট্যকুঞ্জ থিয়েটারে অভিনয় শুরু করেন।

মনিরাজ ফার্মেসি বিভাগে পড়াশোনা করেছেন। Continue reading