নুরুল ইসলাম জাহিদ

নুরুল ইসলাম জাহিদ একজন গীতিকার ও সুরকার। তিনি ‘উত্তরের সুর’ ও ‘সাঁতাও’ চলচ্চিত্রের গানের গীত লিখেছেন এবং ‘সাঁতাও’ চলচ্চিত্রের গানের সুর করেছেন।

হীরা আজাদ

হীরা আজাদ ‘উত্তরের সুর’ ছবির চিত্রগ্রহণের দায়িত্ব পালন করেছেন।

শখ

শখ (Shokh) বাংলাদেশের শোবিজের একজন মডেল এবং অভিনেত্রী। মডেলিং এর মাধ্যমে শোবিজে এলেও টিভি পর্দায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন এবং পরবর্তীতে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।

এমবি মানিক পরিচালিত চলচ্চিত্র ‘বল না তুমি আমার’ এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন শখ। এ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। শখ অভিনীত চলচ্চিত্র ‘অল্প স্বল্প প্রেমের গল্প’ মুক্তির অপেক্ষায় রয়েছে। Continue reading