মেহেদী রনি

মেহেদী রনি একজন চিত্রগ্রাহক। তিনি ‘বাপজানের বায়স্কোপ’, ‘দর্পন বিসর্জন’, ‘আবার বসন্ত’, ‘মেকআপ’, ‘সাইকো’, ‘বসন্ত বিকেল’ ছবির চিত্রগ্রহণ করেছেন।

রিজভী

এ কিউ খোকন ও রিজভী একত্রে খোকন রিজভী নামে চলচ্চিত্র পরিচালনা করেন। তারা একত্রে ‘ভালোবাসলে দোষ কি তাতে’ ছবি পরিচালনা করেছেন।

আরাভ খান

‘ভালোবাসলে দোষ কি তাতে’ চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন আরাভ খান। তবে মীর রাজ্জাক ও বদিউজ্জামান বাবলুর পরিচালনায় ‘ছোট ছোট কিছু আশা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করলেও ভালোবাসলে দোষ কি তাতে প্রথম মুক্তি পায়।

আরাভ খান প্রথমে চলচ্চিত্র অভিনেতা হতে চান নি। এ কারণে তিনি লন্ডন থেকে চলচ্চিত্র নির্মানের উপর কোর্স করে এসে বাংলাদেশে কিছু নাটক নির্মান করেন। তার নির্মিত নাটক এবং টেলিফিল্মের নাম হচ্ছে ট্রাইপড এবং ফোরটি টু মিনিটস।

আরাভ বাংলাদেশী চলচ্চিত্র নায়ক আমিন খানের ছোট ভাই।

আরাভ খানের ফেসবুক প্রোফাইল: Arav Khan