News Category:
আরশি
কলেজ শেষ করে সাতক্ষীরা থেকে ঢাকায় এসেই চলচ্চিত্র পরিচালকের কাছ থেকে অভিনয়ের প্রস্তাব পান আরশি। বাজে ছেলে দ্য লোফার ছবিতে বাপ্পীর বিপরীতে তার অভিষেক ঘটে।
নাজিফা তুষি
লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় ফার্স্ট রানার-আপ হওয়ার পর নাজিফা তুষি মডেলিং ও অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র হল ‘আইসক্রিম’। তার অভিনীত ‘হাওয়া’ ছবিটি ২০২২ সালের শীর্ষ ব্যবসাসফল চলচ্চিত্র।
তিনি ওটিটিতে ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজ এবং ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘স্কুটি’ ওয়েব ফিল্মে অভিনয় করেন।
তুষি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। পাশাপাশি প্রাচ্যনাটে অভিনয়ের প্রশিক্ষণ নেন।
সাইদ উজ্জামান
সাইদ উজ্জামান একজন চিত্রগ্রাহক। তিনি ‘অনেক দামে কেনা’, ‘বাজে ছেলে দ্য লোফার’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’, ‘ভাগ্য’ ছবির চিত্রগ্রহণ করেছেন।