News Category:
সুলতানা হায়দার
সুলতানা হায়দার ‘ধনী গরীব’ ছবিতে অভিনয় করেছেন।
জনি
জনি ‘গীত’, ‘গোলমাল’, ‘ক্ষতিপূরণ’, ‘সোনার সংসার’ ছবিতে অভিনয় করেছেন।
হিমেল আশরাফ
হিমেল আশরাফ একজন চলচ্চিত্র পরিচালক। তিনি ‘সুলতানা বিবিয়ানা’, ‘প্রিয়তমা’, ও ‘রাজকুমার’ চলচ্চিত্র পরিচালনা করেছেন।
সোহেল মণ্ডল
সোহেল মণ্ডল ‘মুসাফির’ ছবি দিয়ে চলচ্চিত্র জগতে পদার্পণ করলেও প্রথম পরিচিতি লাভ করেন হৈচৈ এর ‘তাকদীর’ টিভি ধারাবাহিকে অভিনয় করে। এরপর তিনি হইচইয়ের ‘বলি’ ও ‘রিফিউজি’, চরকির ‘টান’ ও ‘ষ’, বিঞ্জের ‘৯ এপ্রিল’-এ অভিনয় করেন।