খোশনূর আলমগীর

খোশনূর আলমগীর একজন গীতিকার। তিনি অভিনেতা আলমগীরের প্রথম স্ত্রী ও সঙ্গীতশিল্পী আঁখি আলমগীরের মা।

তার জন্ম ১৯৫৬ সালের ২রা ডিসেম্বর। তার পারিবারিক নাম খোশনূর বেগম এবং ডাকনাম অনু। তার মা জোবেদা খাতুন ছিলেন সাহিত্যিক। খোশনূর আলমগীর নামেই পরে পরিচিত হন কবিতা, গান ও উপন্যাস লেখার মাধ্যমে। এই পর্যন্ত উনার কবিতা, উপন্যাস, গল্প মিলিয়ে ৫৫ টি বই প্রকাশ পেয়েছে। বাংলা চলচ্চিত্র, আধুনিক ও ব্যান্ডের গান মিলিয়ে প্রায় ৫ শতাধিক গান লিখেছেন। তপন চৌধুরীর ১ম একক এলবামের ১ম গান ‘মনে করো তুমি আমি’ তাঁরই লেখা যা খুব জনপ্রিয়তা পায়। বহুল জনপ্রিয় ‘রেশমি জোছনায়’ গানটিও তাঁর লেখা। ১৯৯২ সালে ‘ক্ষমা’ চলচ্চিত্রের প্রযোজকও তিনি। ৮০র দশকের মাঝামাঝি সময়ে সারাদেশ জুড়ে কবি সাহিত্যিকদের নিয়ে গড়ে উঠা ‘অনুপ্রাস’ সংগঠনের প্রতিষ্ঠাতাও তিনি যার অনু নামটার সাথে মিল রেখেই সংগঠনের নাম ‘অনুপ্রাস’ রাখা হয়।

ছবি ও তথ্য কৃতজ্ঞতা: ফজলে এলাহী

নিয়াজ সৈয়দ

নিয়াজ সৈয়দ ‘কমান্ডা’ ও ‘রাক্ষস’ ছবির প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

রেমো বিপ্লব

রেমো বিপ্লব একজন সঙ্গীত পরিচালক, সুরকার গীতিকার।

জিয়াউল রোশান

‘রক্ত’ ছবি দিয়ে ঢালিউডে পদার্পন করেন রোশান। কলকাতার ‘ককপিট’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন। পোড়ামন-২ চলচ্চিত্রেও অভিনয় করার কথা ছিল তার, কিন্তু পরবর্তী কালে তার স্থলাভিষিক্ত হন আরেক নবাগত সিয়াম আহমেদ। চিত্রনায়িকা ববির সাথে জুটি বেঁধে ‘বেপরোয়া’ ছবিতে অভিনয় করেছেন তিনি। নির্মাণাধীন রয়েছে ‘সুন্দরীতমা’ ও ‘ড্রিম গার্ল’ নামে দুটি ছবি।

শবনম বুবলী

বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রে আসেন বুবলী। কোনদিন অভিনয় করেন নি – না মঞ্চে, না ছোটপর্দায়। কিন্তু সেই শবনম বুবলী যখন চলচ্চিত্রে পদার্পন করলেন তখন সাড়া পড়ে গেল চারদিকে। Continue reading