হীরা আজাদ

হীরা আজাদ ‘উত্তরের সুর’ ছবির চিত্রগ্রহণের দায়িত্ব পালন করেছেন।

শখ

শখ (Shokh) বাংলাদেশের শোবিজের একজন মডেল এবং অভিনেত্রী। মডেলিং এর মাধ্যমে শোবিজে এলেও টিভি পর্দায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন এবং পরবর্তীতে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।

এমবি মানিক পরিচালিত চলচ্চিত্র ‘বল না তুমি আমার’ এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন শখ। এ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। শখ অভিনীত চলচ্চিত্র ‘অল্প স্বল্প প্রেমের গল্প’ মুক্তির অপেক্ষায় রয়েছে। Continue reading

ডলি আনোয়ার

অভিনেত্রী ডলি আনোয়ার (Dolly Anowar) এর পিতা একজন চিকিৎসক, মাতা বিখ্যাত নারী নেত্রী ডঃ নীলিমা ইব্রাহিম। চিত্রগ্রাহক আনোয়ার হোসেন এর সাথে সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্র তৈরীর সময় ডলি ইব্রাহিমের পরিচয় হয় এবং পরবর্তীতে তারা বিয়ে করেন।

১৯৯১ সালের জুলাই মাসে ডলি আনোয়ার বিষপান করে আত্মহত্যা করেন। আনোয়ার হোসেন তখন তার পাশে ছিলেন না। আত্মহত্যার পর নানা রকম গুজব শোনা যায়। বলা হয়, ডলি আনোয়ারের স্বামী আনোয়ার হোসেন তাকে তালাকনামা প্রেরণ করেন যা সহ্য করতে না পেরে ডলি আনোয়ার বিষপান করেন। এই গুজবের কোন সত্যতা প্রমাণিত হয় নি, ফলে আরও অনেকের মতই ডলি আনোয়ারের এই মৃত্যু রহস্যই থেকে যায়।

কামরুল আরেফিন কাজল

কামরুল আরেফিন কাজল ‘সূর্য দীঘল বাড়ী’ ছবিতে প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।