মোস্তাক আহমেদ

মোস্তাক আহমেদ একজন সঙ্গীত পরিচালক ও গীতিকার। তিনি ‘জীবনসঙ্গী’, ‘ছোট্ট একটু ভালবাসা’, ‘মাস্তান সম্রাট’, ‘বাবা আমার বাবা’, ‘মায়ের স্বপ্ন’, ‘অমর সাথী’, ও ‘বন্ধু তুমি আমার’ ছবির সঙ্গীত পরিচালনা করেছেন।

শাকিল খান

আমার ঘর আমার বেহেশত ছবির মাধ্যমে ১৯৯৭ সালে চলচ্চিত্রে পদার্পন করেন শাকিল খান। Continue reading

ওয়াকিল আহমেদ

ওয়াকিল আহমেদ নাট্যদল ‘মহানগরী ৭৭’ থিয়েটারের সাথে সম্পৃক্ত। প্রথমে অভিনেতা হিসেবেই তিনি থিয়েটার চর্চা শুরু করেছিলেন। এরপর তিনি নাটক রচনা ও নির্দেশনার সাথে সম্পৃক্ত হন। তার রচিত মঞ্চ নাটক ‘বিংশ শতাব্দীর সোনার হরিণ’ শুধু দেশেই নয়, দেশের বাইরেও বেশ প্রশংসিত হয়েছে। তার নির্দেশিত মঞ্চ নাটকগুলোর মধ্যে রয়েছে রবীন্দ্রনাথের ‘শাস্তি’, ‘বাসেত বয়াতীর পাঁচালী’, ‘ইতিহাস কাঁদে’, ‘বাঁকতলীর পরী’।

হালিম খোরশেদ

হালিম খোরশেদ একজন চলচ্চিত্র প্রযোজক। তিনি ‘মায়ের স্বপ্ন’ ও ‘বাবা আমার বাবা’ ছবি প্রযোজনা করেছেন।

সায়মন তারিক

পরিচালক সায়মনের পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘এ চোখে শুধু তুমি’। এটি ২০০৮ সালে মুক্তি পায়। এরপর তিনি ‘মাটির পরী’, ‘গুন্ডামী’, ‘ক্রাইম রোড’ ছবি নির্মাণ করেছেন। এর আগে তিনি ‘বিদ্রোহী কন্যা’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।