কল্পনা

কল্পনা একজন পার্শ্ব অভিনেত্রী। তিনি ‘মায়ের চোখ’, ‘তুমি ছাড়া বাঁচি না’ ও ‘বাজারের কুলি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।

অরুণ রায়

অরুণ রায় একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী চিত্রগ্রাহক। তিনি ‘বধূ বিদায়’, ‘জনি’ ও ‘ভাইজান’ ছবির চিত্রগ্রহণের জন্য এই পুরস্কার পান। এছাড়া তিনি জহির রায়হানের ‘স্টপ জেনোসাইড’ ও ‘এ স্টেট ইজ বর্ন’ প্রামাণ্যচিত্রের চিত্রগ্রহণ করেন। এছাড়া তার উল্লেখযোগ্য কাজ হল ‘নাচের পুতুল’, ‘ধীরে বহে মেঘনা’, ‘সারেন্ডার’, ‘সংসারের সুখ দুঃখ’ প্রভৃতি।

নুরুল হক বাচ্চু

নুরুল হক বাচ্চু একজন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি জহির রায়হানের সহযোগী হিসেবে চলচ্চিত্রে আগমন করেন। আমজাদ হোসেনের সাথে যৌথভাবে ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্র দিয়ে তার পরিচালনায় অভিষেক হয়। পরবর্তীকালে তিনি ‘দুই ভাই’, ‘সংসার’, ‘কুচবরণ কন্যা’, ‘আশার আলো’ চলচ্চিত্র নির্মাণ করেন।

ফেসবুক প্রোফাইল: Nurul Haq Bachchu