সুভাষ দত্ত

সুভাষ দত্তের জন্ম দিনাজপুরে মামা বাড়িতে। ১৯৩০ সালের ৯ই ফেব্রুয়ারি তার জন্ম। দিনাজপুরে ছিল তার মামার বাড়ি। বাবা মায়ের বাড়ি ছিল বগুড়ার সারিয়াকান্দিতে। আঁতুড় ঘর থেকে পরবর্তী শৈশব-কৈশোর কেটেছে তার মামা বাড়িতে। সে অর্থে বাবার বাড়ি ছিল তার কাছে অনেকটাই অচেনা। মূলত লেখাপড়ার জন্যই তাকে মামার বাড়িতে রাখা হয়। Continue reading

বাবুল চৌধুরী

বাবুল চৌধুরী একজন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তিনি ‘আগন্তুক’, ‘টাকা আনা পাই’, ‘চাষীর মেয়ে’ ছবি পরিচালনা করেছেন।

মিনু রহমান

মিনু রহমান চলচ্চিত্রে আগমন করেন ই আর খান পরিচালিত ‘দাসী’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে।