শফিক হাসান

ছোটবেলা থেকেই শফিক হাসানের (Shafiq Hasan) স্বপ্ন ছিল সিনেমায় অভিনয় করবেন। ময়মনসিংহ থেকে এইচএসসি পাশ করেই ঢাকায় চলে আসেন তিনি। ঢাকায় এসে শুটিং সেটে গিয়ে সিনেমার শুটিং দেখতেন। একদিন পরিচালক মনোয়ার খোকনের সেটে শুটিং দেখছিলেন তিনি। হঠাৎ লক্ষ্য করেন সিনেমার পরিচালকদের অনেক সন্মান করে অভিনয়শিল্পী সহ কলাকুশলীরা। তখন নিজের মতও পরির্বতন করেন। এবার অভিনয় নয় সিনেমা নির্মাতা হবেন তিনি। সেই লক্ষ্যেই নির্মাতা আজিজ রহমানের সহকারি হিসেবে দীর্ঘ নয় বছর কাজ করেন এ নির্মাতা। নিজেকে পুরোপরি নির্মাতা হিসেবে তৈরি করে ২০১৩ সালের জুলাইয়ে নিজেই নির্মাণ করেন ‘স্বপ্ন ছোঁয়া’ সিনেমাটি।

মোঃ আবুল কাশেম মণ্ডল

মোঃ আবুল কাশেম মণ্ডল একজন চলচ্চিত্র পরিচালক ও লেখক। তিনি ‘ক্ষণিকের ভালোবাসা’ ও ‘হৃদয়ের আঙ্গিনায়’ চলচ্চিত্র নির্মাণ করেছেন।

অধির ইমরান

অধির ইমরান ‘ক্ষণিকের ভালবাসা’ ছবিতে অভিনয় করেছেন।

অমিত চট্টোপাধ্যায়

অমিত চট্টোপাধ্যায় একজন সঙ্গীতজ্ঞ। তিনি ‘মাই ডার্লিং’, ‘বোঝেনা সে বোঝেনা’, ‘মহুয়া সুন্দরী’ ও ‘১৬ আনা প্রেম’ ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এবং ‘ন ডরাই’, ‘আশীর্বাদ’ ও ‘ভাঙন’ ছবির আবহ সঙ্গীত পরিচালনা করেছেন।

রওশন আরা নিপা

১৯৯৭ সালে ‘গোধূলির লগন’ নাটকের মাধ্যমে পরিচালনায় আসেন নিপা। এরপর ‘আপন আমার আপন’, ‘বিজয়িনী’, ‘অবাক জলপান’সহ বেশকটি নাটক নির্মাণ করেন তিনি। ‘ঠাকুরমার ঝুলি’ এবং ‘কুয়াশার কণা’ নামে দুটি ধারাবাহিকও নির্মাণ করেছেন তিনি।  তবে নিপা বেশি মনোযোগী ছিলেন প্রামাণ্যচিত্র নির্মাণের প্রতি। দৌলতদিয়া যৌনপল্লীর শিশুদের নিয়ে ‘চিলড্রেন ইন দ্য হিডেন ওয়ার্ল্ড’ শিরোনামে প্রামাণ্যচিত্র নির্মাণের মাধ্যমে সে যাত্রা শুরু। তিনি ‘জননী’ নামে মুক্তিযুদ্ধভিত্তিক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেছেন।

রওশন আরা নিপার ফেসবুক প্রোফাইল: Rowshon Ara Nipa