News Category:
রমলা সাহা
রমলা সাহা একজন সঙ্গীতশিল্পী ও চলচ্চিত্র প্রযোজক। তিনি সুরকার ও সঙ্গীত পরিচালক সত্য সাহার স্ত্রী। সুরকার ও সঙ্গীত পরিচালক ইমন সাহা এই দম্পতির সন্তান।
আবু তালেব
মোহাম্মদ আবু তালেব একজন চলচ্চিত্র সম্পাদক। তিনি ‘কাঞ্চনমালা’, ‘ঝড়ের পাখি’, ‘আমার জন্মভূমি‘, ‘গুন্ডা’ ও ‘অলংকার’ চলচ্চিত্র সম্পাদনা করেছেন।
নাসরিন করিম
নাসরিন করিম ‘অন্তর্যাত্রা’ ছবিতে অভিনয় করেছেন।
মিতালী মুখার্জী
“এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নয়” গানটি শোনেননি, সঙ্গীতপ্রিয় এমন শ্রোতা খুব কমই আছেন। ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘দুই পয়সার আলতা’ ছবির গানটি গেয়েছিলেন শ্যামল বরণ গায়িকা মিতালী মুখার্জী। আলাউদ্দিন আলীর সুরে এই গানটির জন্য সে বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পেয়েছিলেন তিনি।
তার গাওয়া উল্লেখযোগ্য গান হল কুমার শানুর সাথে “এ জীবন তোমাকে দিলাম”, “ভালোবাসা যত বড়” প্রভৃতি।
মিতালী মুখার্জীর জন্ম ও বড় হয়ে ওঠা ময়মনসিংহ শহরে। তার বাবা অমূল্য কুমার মুখার্জী ছিলেন পুলিশ কর্মকর্তা এবং তার মা কল্যাণী মুখার্জী। একসময় ময়মনসিংহ শহরে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করে বেশ পরিচিতি পেয়েছিলেন। তিনি বিদ্যাময়ী স্কুলের ছাত্রী ছিলেন। এসএসসি শেষ করে ময়মনসিংহের মুমিনুন্নেসা কলেজে ভর্তি হন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির বছরই অর্থাৎ ১৯৮২ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে ক্ল্যাসিক্যাল মিউজিক নিয়ে পড়াশোনার জন্য ভারতের বারোদায় যান। সেখানেই ঘনিষ্ঠতা গড়ে উঠে ভারতের আজকের খ্যাতিমান গজলশিল্পী ভূপিন্দর সিংয়ের সঙ্গে। ১৯৮৩ সালে বিয়ে করেন তারা। এরপর ভারতেই মিতালী স্থায়ী হন। বাংলাদেশে তিনি মিতালী মুখার্জী নামে পরিচিত হলেও ভারতে তিনি মিতালী সিং নামে সুপরিচিত।