পারভেজ দুলাল

পারভেজ দুলাল একজন সঙ্গীতশিল্পী। তিনি ‘নিষিদ্ধ প্রেম’ ও ‘বাবার জন্য যুদ্ধ’ ছবির গানে কণ্ঠ দিয়েছেন।

লাবনী

লাবনী ‘অল রাউন্ডার’, ‘ল্যাংড়া মাসুদ’, ‘চেয়ারম্যান’ ছবিতে অভিনয় করেছেন।

রানী

রানী ‘গুটিবাজ’ চলচ্চিত্রে আলেকজান্ডার বো’র বিপরীতে প্রধান নায়িকা হিসেবে চলচ্চিত্রে আগমন করেন। পরবর্তী সময়ে তাকে দ্বিতীয় ও তৃতীয় অভিনেত্রী হিসেবে সোহেল, আরবাজ, প্রিন্সদের বিপরীতে কাজ করতে দেখা যায়। তার অভিনীত ছবিগুলো হল ‘ধিক্কার’, ‘স্পট ডেড’, ‘আমি একাই একশ’, ‘মাথা গরম’, ‘টেনশন’, ‘নিষিদ্ধ নেতা’ প্রভৃতি।

রফিক নটবর

রফিক নটবর ‘বাবার জন্য যুদ্ধ’, ‘কাজের মানুষ’, ‘তবুও ভালোবাসি’, ‘আগে যদি জানতাম তুই হবি পর’ চলচ্চিত্রে অভিনয় করেন।

তারানা হালিম

তারানা হালিমের প্রথম পরিচয় তিনি একজন অভিনেত্রী। পেশায় উকিল তারানা হালিম সংসদের সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার পর থেকে অভিনয় থেকে একপ্রকার দূরেই আছেন। রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে তারানা হালিমের সরব উপস্থিতি লক্ষ্যনীয়।

তারানা হালিম ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা আহমেদ রুবেলকে। কিন্তু সে সংসার বেশীদিন টিকেনি। বর্তমানে তারানা হালিম একাকী থাকছেন।