News Category:
সাইফ খান
২০০৯ সালে আবু সুফিয়ানের ‘বন্ধু মায়া লাগাইছে’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে আগমন সিলেটের ছেলে সাইফ খানের। প্রথম ছবিতে তার নায়িকা ছিলেন নিপুণ। এরপর তার অভিনীত মুক্তি পেয়েছে ‘একজনমের কষ্টের প্রেম’ ও ‘পালাবার পথ নেই’। এছাড়া কলকাতার চলচ্চিত্র ‘আমিই টোটো’তে অভিনয় করেছেন তিনি। Continue reading
সর্দার নজরুল ইসলাম সজল
সর্দার নজরুল ইসলাম সজল ‘আমি বাঁচতে চাই’ ছবির প্রধান সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাকা
রাকা ‘কুংফু নায়ক’, ‘পেশাদার খুনী’, ‘পিতা পুত্রের গল্প’ প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন।