শামস

শামস অভিনীত ছবিগুলো হল ‘আজকের সমাজ’, ‘একশো কোটি টাকা’, ‘ধরিয়ে দিন’, ‘খায়েস’, ‘হৃদয় আমার নাম’, ‘রাজপথের বাদশা’ প্রভৃতি।

ইলিয়াস ভূঁইয়া

ইলিয়াস ভূঁইয়া ‘ডন’ ও ‘আজকের দাপট’ ছবির প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

লিপি

লিপি ‘ডন’, ‘শেষ সংগ্রাম’, ‘বুক ভরা ভালবাসা’ প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন।

এ জে রানা

এ জে রানা একজন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি ‘ডন’, ‘মানুষ’, ‘ক্ষমতার দাপট’ প্রভৃতি চলচ্চিত্র নির্মাণ করেছেন।

হারিস ভাট

ভারতীয় নৃত্যপরিচালক। প্রতাপ শেঠির সাথে জুটি বেঁধে নৃত্য পরিচালনা করেন বলে তারা প্রতাপ হারিস নামে পরিচিত। সঞ্জয় লীলা বানশালীর দেবদাস আর সাওয়ারিয়ার সহকারী নৃত্যপরিচালক আর ভারতের জনপ্রিয় অনুষ্ঠান নাচ বালিয়ে এর চ্যাম্পিয়ন। এছাড়া বিভিন্ন স্টেইজ আর টিভি লাইভে জনপ্রিয় নৃত্য পরিচালক এই দুজন।

প্রতাপ শেঠি

হারিস ভাটের সাথে জুটি বেঁধে নৃত্য পরিচালনা করেন বলে তারা প্রতাপ হারিস নামে পরিচিত। সঞ্জয় লীলা বানশালীর দেবদাস আর সাওয়ারিয়ার সহকারী নৃত্যপরিচালক আর ভারতের জনপ্রিয় অনুষ্ঠান নাচ বালিয়ে এর চ্যাম্পিয়ন। এছাড়া বিভিন্ন স্টেইজ আর টিভি লাইভে জনপ্রিয় নৃত্য পরিচালক এই দুজন।