সাইদ উজ্জামান

সাইদ উজ্জামান একজন চিত্রগ্রাহক। তিনি ‘অনেক দামে কেনা’, ‘বাজে ছেলে দ্য লোফার’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’,  ‘ভাগ্য’ ছবির চিত্রগ্রহণ করেছেন।

শ্রেয়া

চিত্রনায়িকা শ্রেয়া অপূর্ব রানা পরিচালিত চলচ্চিত্র ‘জীবনে তুমি মরনে তুমি’-তে অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় অভিষিক্ত হন। ২০০৮ সালে বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় শীর্ষ কয়েকজনের একজন হতে পারার মাধ্যমে মিডিয়াতে তার যাত্রা শুরু হয়। এরপর তিনি বিভিন্ন বুটিক হাউসের মডেল হন। অপূর্ব রানার পরিচালনায় ‘জীবনে তুমি মরনে তুমি’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন শ্রেয়া। তবে চলচ্চিত্রে অভিনয়ের পূর্বে তিনি হাতে গোনা কিছু নাটকে অভিনয় করেন। এর মাঝে আখতার ফেরদৌস রানার ‘পৃথিবীর সব রূপ মেখে আছে ঘাসে’ অন্যতম।

শ্রেয়া ইডেন কলেজ থেকে স্নাতক পড়াশোনা সম্পন্ন করেছেন।

আজমেরী হক বাঁধন

লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় রানার আপ হওয়ার মাধ্যমে পরিচিতি লাভ করেন বাঁধন। ‘নিঝুম অরণ্যে’ ছবি দিয়ে বড় পর্দায় আগমন করেন তিনি।

চলচ্চিত্রে দীর্ঘ বিরতির পর ‘রেহানা মরিয়ম নূর’ ছবিতে অভিনয় করে তিনি প্রশংসিত হন এবং আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন। এই কাজের জন্য পেয়েছেন সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এরপর তাকে ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ ও ‘গুটি’ ওয়েব সিরিজে দেখা যায়।