কিউ এম জামান বা এম জামান নামে পরিচিত কাজী মেসবাহউজ্জামান একজন চিত্রগ্রাহক ও চলচ্চিত্র নির্মাতা।
News Category:
আফজাল চৌধুরী
আফজাল চৌধুরীর জন্ম সিরাজগঞ্জে ১৯৩১ সালের ৩১ অক্টোবর। ছোটবেলা থেকেই ফটোগ্রাফী করতেন। ১৯৫০ সালে বোম্বে যান চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে নিয়ে। সেখানে বিখ্যাত চিত্রগ্রাহক ভাই জাল মিস্ত্রি ও ফলি মিস্ত্রি’র সাথে কাজ শেখেন। এরপর লাহোর ও করাচিতে কাজ করেন।
১৯৬০ সালে জহির রায়হানের চিঠি পেয়ে ঢাকায় আসেন তার ‘কাচের দেয়াল’ চলচ্চিত্রের চিত্রগ্রহণ করার জন্য। এটিই ঢাকায় তার প্রথম চিত্রায়িত চলচ্চিত্র। এরপর ঢাকায় বহু ছবির চিত্রগ্রহণ করেন জহির রায়হান ও অন্যান্য পরিচালকদের চলচ্চিত্রে।
তৎকালীন উভয় পাকিস্তানের প্রথম আংশিক রঙ্গীন ‘গুলে বাঁকালি’ (১৯৬১), প্রথম এক শটের গানের ‘ওয়াফা কি ইয়াদা’ , বাংলাদেশের প্রথম ‘লো-কি’ সিনেমাটোগ্রাফি ‘কাঁচের দেয়াল’ (১৯৬৩), প্রথম সম্পুর্ণ রঙ্গীন চলচ্চিত্র ‘সঙ্গম’ (১৯৬৪), প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র ‘বাহানা’ (১৯৬৫), প্রথম ‘ট্রিপল রোল’ –এর চলচ্চিত্র ‘জ্বলতে সুরুজ কে নিচে, ১৯৭০/উজ্জ্বল সূর্যের নীচে, ১৯৭৭), প্রথম রাজনৈতিক ছবি ‘জীবন থেকে নেয়া (১৯৭০), পাকিস্তানের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র ‘আয়না’ ইত্যাদি ছাড়াও বাংলাদেশ ও পাকিস্তানের বহু চলচ্চিত্রের চিত্রগ্রহণ করেছেন তিনি।
বেবী জামান
বেবী জামান (Baby Zaman) ১৯৬৪ সালে কাজী খালেক পরিচালিত ‘মেঘ ভাঙ্গা রোদ’ ছবি াদয়ে অভিনয় জীবন শুরু করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল ‘কুচবরণ কন্যা’, ‘সুয়োরানী দুয়োরানী’, ‘দুই ভাই’, ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ও ‘যোগ বিয়োগ’।
বেবী জামানের জন্ম ১৯৩৩ সালে কলকাতায়। তার পারিবারিক নাম চৌধুরী বদরুজ্জামান।
ছবি কৃতজ্ঞতা: দ্য ডেইলি স্টার
নাজিয়া হক অর্ষা
লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০০৯ দিয়ে মিডিয়া ভূবনে আগমন করেন নাজিয়া হক অর্ষা। ২০১০ সালে টিভি নাটক ‘দ্বন্দ্ব’ দিয়ে তার মিডিয়ায় যাত্রা শুরু হয়। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘কক্সবাজারে কাকাতুয়া’। এরপর তিনি ‘রাইয়ান’, ‘অর্পিতা’, ‘সাহস’, ‘১৯৭১ সেই সব দিন’ চলচ্চিত্র; ‘দ্য ব্রোকার’, ‘সাবরিনা’ ওয়েব সিরিজ; এবং ‘নেটওয়ার্কের বাইরে’, ‘কালো প্রজাপতি’, ‘জাহান’ ওয়েব ফিল্মে অভিনয় করেন।