তানিন সুবহা

অবাস্তব ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তানিন সুবহার।

বরিশালের গৌরনদীর মোল্লারহাটের মেয়ে তানিন সুবহার মিডিয়াতে অভিষেক ঘটে গত বছর আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘শেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’, মুশফিকুর রহমান গুলজারের ‘আরতির পতাকা’সহ আরো বেশকিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন।

লামিয়া

মাটির পরী ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে লামিয়ার।

নুরুল ইসলাম মঙ্গল

নুরুল ইসলাম মঙ্গল ‘মহানগর’ ছবির প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

আলী আজাদ

আলী আজাদ সহকারী পরিচালক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তার পরিচালিত চলচ্চিত্রগুলো হল ‘নসিমন’, ‘ময়না মতির সংসার’, ‘ভালো আমাকে বাসতেই হবে’, ও ‘১৬ আনা প্রেম’।