News Category:
রিত মজুমদার
রিত মজুমদার মডেলিং দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন। টিভি বিজ্ঞাপনে কাজ করেছেন রনবীর কাপুর, দিপীকা পাড়ুকোন, মহেন্দ্র শিং ধোনীদের সঙ্গে। ইতালিয়ান ছবি ‘ভিসিবল ব্রা স্ট্রাপস’ দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন। ছবিটি ২৫টি শাখায় বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। এছাড়া ফরাসি ছবি ‘দ্য অভা’, ইংরেজি ছবি ‘সোয়েন’ এ অভিনয় করেন তিনি। বর্তমানে তিনি ত্রিবেদি পরিচালিত হিন্দি ছবি ‘আই কিল্ড হিম’- নিয়ে ব্যস্ত রয়েছেন। এছাড়া সামনে জরজ রামিরেজ ও অজিতেশ শর্মার পরিচালনায় ‘ভিসিবল ব্রা স্ট্রাপস টু’ ছবিতে কাজ করবেন এ অভিনেত্রী।
শাহরিয়ার নাজিম জয়
১৯৯৭ সালে ‘গোধূলি লগ্নে’ নাটকের মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু করেছিলেন শাহরিয়ার নাজিম জয়। তবে একক অভিনেতা হিসেবে বুলবুল আহমেদ পরিচালিত ‘বিলেতি বিলাস’ নাটকে অভিনয় করেন তিনি। জয় অভিনীত প্রথম সিনেমা ‘জীবনের গল্প’। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ছবিটি ২০০৬ সালে মুক্তি পায়। এরপর মুক্তি পায় ‘এই যে দুনিয়া’, ‘গ্রামগঞ্জের পিরিতি’ ও ‘পাষাণের প্রেম’। প্রথম তিনটি ছবিতে নায়িকা ছিলেন শাবনূর, আর শেষেরটিতে অপু বিশ্বাস।
মোজাম্মেল হক সরকার
মোজাম্মেল হক সরকার ২০০৯ সালে ‘মন বসেনা পড়ার টেবিলে’ ছবি প্রযোজনা করে পরিচিতি পেয়েছিলেন। তিনি চলচ্চিত্র প্রযোজনায় নিয়মিত ছিলেন। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘ভাওয়াল পিকচার্স’। তিনি পরবর্তীকালে ‘রাজাবাবু’, ‘রংবাজ’, ও ‘পাঙ্কু জামাই’ ছবিগুলো প্রযোজনা করেন।
তিনি করোনাভাইরাসে ২০২০ সালের ১ জুন রাত ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।