নিয়াজ সৈয়দ

নিয়াজ সৈয়দ ‘কমান্ডা’ ও ‘রাক্ষস’ ছবির প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

রেমো বিপ্লব

রেমো বিপ্লব একজন সঙ্গীত পরিচালক, সুরকার গীতিকার।

জিয়াউল রোশান

‘রক্ত’ ছবি দিয়ে ঢালিউডে পদার্পন করেন রোশান। কলকাতার ‘ককপিট’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন। পোড়ামন-২ চলচ্চিত্রেও অভিনয় করার কথা ছিল তার, কিন্তু পরবর্তী কালে তার স্থলাভিষিক্ত হন আরেক নবাগত সিয়াম আহমেদ। চিত্রনায়িকা ববির সাথে জুটি বেঁধে ‘বেপরোয়া’ ছবিতে অভিনয় করেছেন তিনি। নির্মাণাধীন রয়েছে ‘সুন্দরীতমা’ ও ‘ড্রিম গার্ল’ নামে দুটি ছবি।

শবনম বুবলী

বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রে আসেন বুবলী। কোনদিন অভিনয় করেন নি – না মঞ্চে, না ছোটপর্দায়। কিন্তু সেই শবনম বুবলী যখন চলচ্চিত্রে পদার্পন করলেন তখন সাড়া পড়ে গেল চারদিকে। Continue reading

আরিফ রোহান

আরিফ রোহান একজন নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক। তিনি ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘অস্তিত্ব’ ও ‘রাজনীতি’ ছবির নৃত্য পরিচালনা করেছেন।