সাজেদুর রহমান সাজু পরিচালক মোতালেব হোসেনের সহকারী হিসেবে চলিচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন। তার পরিচালিত চলচ্চিত্রগুলো ‘ওরা গাদ্দার’, ‘শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার’।
News Category:
এস আর খোকন
এস আর খোকন ‘শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার’ ছবির চিত্রগ্রাহক।
এম এ মতিন
এম এ মতিন ‘শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার’ ছবির লেখক ও সহকারী পরিচালক।
ডলি
ডলি বাংলা চলচ্চিত্রে দ্বিতীয় বা তৃতীয় অভিনেত্রী হিসেবে অভিনয় করেছেন। তিনি ‘শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার’, ‘জমজ’, ‘মেয়ে অপহরণ’ প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন।
উর্মিলা
উর্মিলা ঢালিউডের এক সময়ের সমালোচিত আবেদনময়ী চিত্রনায়িকা। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত “অন্তরে ঝড়” ছবির মধ্য দিয়ে তার অভিষেক ঘটে।
তিনি ২০০৫ সালে ডেঞ্জার মেয়ে সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে পরিচিতি পান। তার অভিনীত কিছু ছবি হল সিস্টেম, সেভেন মারডার, খুনি শিকদার, ডাইরেক্ট ফায়ার, স্পটডেড, মায়ের হাতের বালা, ডেনজার মেয়ে, ডাকু মাইয়া।
তিনি টাঙ্গাইলের ঘাটাইলে জন্মগ্রহণ করেন।
মাসুমা রহমান নাবিলা
নাবিলার প্রথম পরিচয় তিনি একজন উপস্থাপিকা। টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা ছাড়াও ক্রিকেটের আসরে উপস্থাপনা করে তিনি জনপ্রিয়। নাবিলার আরেকটি পরিচয় হল তিনি অভিনেত্রী। অমিতাভ রেজার প্রথম চলচ্চিত্র আয়নাবাজিতে নায়িকা হিসেবে তিনি অভিষিক্ত হন। Continue reading
অমিতাভ রেজা চৌধুরী
বাংলাদেশে অন্যতম সেরা বিজ্ঞাপন নির্মাতার নাম অমিতাভ রেজা চৌধুরী। তিনি প্রায় হাজার খানেক টেলিভিশন বিজ্ঞাপন বা টিভিসি নির্মান করেছেন। বিজ্ঞাপন নির্মানের পাশাপাশি তিনি নাটকও নির্মান করেন। আয়নাবাজি চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। Continue reading
গাউসুল আলম শাওন
টেলিভিশন বিজ্ঞাপন নির্মাণের সাথে জড়িত গাউসুল আলম শাওন ‘আয়নাবাজি’ চলচ্চিত্র দিয়ে চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। প্রথম চলচ্চিত্রেই তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে অনম বিশ্বাসের সাথে যৌথভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।