আলী আজাদ

আলী আজাদ সহকারী পরিচালক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তার পরিচালিত চলচ্চিত্রগুলো হল ‘নসিমন’, ‘ময়না মতির সংসার’, ‘ভালো আমাকে বাসতেই হবে’, ও ‘১৬ আনা প্রেম’।

অরণ্য আনোয়ার

অরণ্য আনোয়ার দেশের পরীক্ষিত নির্মাতাদের একজন। তিনি ‘আমাদের নুরুল হুদা’র মতো ধারাবাহিক নাটক নির্মাণ করে মুগ্ধতা ছড়িয়েছেন। তিন দশকের কর্মজীবনে তার প্রথম নির্মিত চলচ্চিত্র ‘মা’।

মায়া ঘোষ

চলচ্চিত্র অভিনেত্রী মায়া ঘোষ ১৯৮১ সালে ‘পাতাল বিজয়’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে আবির্ভূত হন। তিনি দুশতাধিক ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল ”শুভদা’, ‘জীবন ধারা’, ‘জিনের বাদশা’, ‘বিরহ ব্যাথা’, ‘চোরের বউ’, ‘কালিয়া’, ‘তুমি আমার’, ‘ডাক্তার বাড়ী’। তাকে সর্বশেষ টিভি ধারাবাহিক ‘ডিবি’-তে দেখা যায়।।

মায়া ঘোষের জন্ম ৩১ ডিসেম্বর, ১৯৪৯ যশোরের মণিরামপুরে। ২০০০ সালে তার ক্যান্সার ধরা পড়ে এবং তিনি চিকিৎসার জন্য ২০০১ সালে কলকাতার সরোজ গুপ্ত ক্যান্সার হাসপাতালে যান। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে ১৯ মে, ২০১৯ যশোরের কুইন্স হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০।

শেখ শামীম

শেখ শামীম পরিচালক শহীদুল ইসলাম খোকনের সহকারী হিসেবে চলচ্চিত্রে আসেন। সহকারী হিসেবে তিনি ‘বিশ্বপ্রেমিক’, ‘পাগলা ঘণ্টা’ ছবিতে এবং প্রধান সহকারী হিসেবে ‘লাল সবুজ’, ‘বাঙলা’, ও ‘চেহারা’ ছবিতে কাজ করেন। পূর্ণাঙ্গ পরিচালক হিসেবে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘পৃথিবীর নিয়তি’।

নিজাম হোসেন

নিজাম হোসেন একজন প্রযোজনা ব্যবস্থাপক। তার উল্লেখযোগ্য কাজ হল ‘মিথ্যা অহংকার’, ‘ভালবাসার ঘর’, ‘ক্ষত বিক্ষত’ ও ‘হিংসা প্রতিহিংসা’ প্রভৃতি।