বৃন্দাবন দাস

বৃন্দাবন দাসের প্রধান পরিচয় তিনি নাট্যকার। তবে শুধু নাটক রচনার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেন নি তিনি। পাশাপাশি তিনি ছোটপর্দায় অভিনয়ও করেন। এছাড়া তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। Continue reading

মুস্তাফিজ

মুস্তাফিজ (Mustafiz) তার বড় ভাই এহতেশামের পদাঙ্ক অনুসরণ করে চলচ্চিত্রে আগমন করেন। পরিচালক হিসেবে তার প্রথম ছবি ‘হারানো দিন’, যা ঢালিউডের প্রথম সিলভার জুবিলি হিট ছবি।

তিনি ১৯৬২ সালে উর্দু ভাষার ‘তালাশ’ নির্মাণ করে বক্স অফিসে সফলতা অর্জন করেন। মুস্তাফিজের অন্যান্য ছবিগুলো হল উর্দু ভাষার ‘প্যায়সে’ (১৯৬৪), ‘মালা’ (১৯৬৫), ‘ছোটে সাহেব’ (১৯৬৭), ‘কুলি’ (১৯৬৮), ‘আনাড়ি’ (১৯৬৯), ‘পায়েল’ (১৯৭০) ও ‘মুন্না অউর বিজলী’ (১৯৭০)। ‘মুন্না অউর বিজলী’ ছবিটি বাংলা ভাষায় ‘বিজলী’ ও ‘বাবলু’ নামে পরিচিত। এচাড়া তার পরিচালিত বাংলা ভাষার ছবিগুলো হল ‘ডাক বাবু’, ‘একই অঙ্গে এত রূপ’ ও ‘আলো ছায়া’।

নরেন্দ্রনাথ মিত্র

নরেন্দ্রনাথ মিত্র একজন বাঙালি ঔপন্যাসিক ও সাহিত্যিক। তার রচিত গল্প অবলম্বনে একাধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল – ‘পালঙ্ক’ ও ‘পৌষ মাসের পিরীত’।