মোজাম্মেল হক সরকার

মোজাম্মেল হক সরকার ২০০৯ সালে ‘মন বসেনা পড়ার টেবিলে’ ছবি প্রযোজনা করে পরিচিতি পেয়েছিলেন।  তিনি চলচ্চিত্র প্রযোজনায় নিয়মিত ছিলেন। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘ভাওয়াল পিকচার্স’। তিনি পরবর্তীকালে ‘রাজাবাবু’, ‘রংবাজ’, ও ‘পাঙ্কু জামাই’ ছবিগুলো প্রযোজনা করেন।

তিনি করোনাভাইরাসে  ২০২০ সালের ১ জুন রাত ১১ টায়  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

শাহনাজ রহমান স্বীকৃতি

শাহনাজ রহমান স্বীকৃতি একজন সঙ্গীতশিল্পী। তিনি ‘অজান্তে ভালোবাসা’ ও ‘মা বাবা সন্তান’ ছবির গানে কণ্ঠ দিয়েছেন।

চমক তারা

চলচ্চিত্রের নতুন নায়িকা চমক তারার বড় পর্দায় অভিষেক ঘটে ‘মা বাবা সন্তান’ ছবির মাধ্যমে। তবে এটি তার প্রথম অভিনীত চলচ্চিত্র নয়। এর আগে ‘বস্তির সম্রাট’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি। এরপর ‘প্রিয়ার জন্য মরতে পারি’ এবং ‘আমার স্বপ্নের ভালোবাসা’ ছবিতে অভিনয় করেন। তিনটি ছবিতে কাজ করলেও ‘মা বাবার সন্তান’ ছবিটিই তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র।