আনোয়ার চৌধুরী জীবন

আনোয়ার চৌধুরী জীবন একজন চলচ্চিত্র পরিচালক, কাহিনিকার, চিত্রনাট্যকার, সুরকার ও গীতিকার। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হল ‘পাগলা বাবা’, ‘গুরুদেব’, ‘বিদ্রোহী রাজা’ ও ‘মৃত্যুর ফাঁদে’।

ফারুক মজুমদার

ফারুক মজুমদার পেশায় সাংবাদিক হলেও অভিনয়ের প্রতি আগ্রহ থেকে টিভি ও চলচ্চিত্রের সাথে যুক্ত হন। যে গল্পে ভালোবাসা নেই চলচ্চিত্রের মাধ্যমে তিনি বড় পর্দায় উপস্থিত হন।

ফারুক মজুমদারের বাবা আবুল হোসেন মজুমদার পেশায় একজন সাংবাদিক।

মাহফুজ রিজভী

মাহফুজ রিজভী একজন মডেল, মঞ্চ এবং চলচ্চিত্র অভিনেতা। রিনা ব্রাউন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার রূপালী পর্দায় অভিষেক ঘটে।

২০০৫ সালে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শাহরুখ শহীদের একজন ছাত্রের মাধ্যমে মডেলিং এ নাম লেখান মাহফুজ রিজভী। পরবর্তীতে তিনি শাহরুখের সাথে কাজ করার সুযোগ লাভ করেন। ২০০৬ সালে নীলাঞ্জনা পল্লীতে মডেলিং শো-তে তিনি প্র্রথম অংশগ্রহণ করেন এবং দ্রুতই পরিচিত হয়ে উঠেন।

মাহফুজ রিজভীর ফেসবুক প্রোফাই্ল: মাহফুজ রিজভী

প্রমা পাবণী

প্রমা পাবণীকে সকলে চিনেন একুশে টিভিতে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বন্ধন’ এর ‘তিতির’ হিসেবে। পরবর্তীতে অবশ্য ডলস হাউস, সাত চার দুই, ভো-কাট্টাসহ আরও বেশ কিছু নাটকে প্রমা অভিনয় করে।

প্রমার মা শামীম আখতার বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এবং চলচ্চিত্র সংসদ আন্দোলন কর্মী। ইতিহাসকন্যা চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে শিলালিপি নামক চলচ্চিত্রেও তিনি অভিনয় করেন।

বরুন চন্দ

বরুন চন্দ একজন ভারতীয় লেখক ও অভিনেতা। সত্যজিৎ রায়ের সীমাবদ্ধ চলচ্চিত্রের অভিনেতা হিসেবে তিনি সুপরিচিত। বাংলাদেশের চলচ্চিত্র রিনা ব্রাউনে তিনি অভিনয় করেন।