‘নীল আঁচল’ ছবি পরিচালনা করেন।
News Category:
আরজুমান্দ আরা বকুল
আরজুমান্দ আরা বকুল একজন অভিনেত্রী।
সিদ্দিক মেহেরপুরী
সিদ্দিক মেহেরপুরী সহকারী পরিচালক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি ‘মাথা গরম’ ও ‘জিদ্দি পুলিশ’ ছবিতে শাহাদাৎ হোসেন লিটনের এবং ‘বিদ্রোহী রাজা’ ও ‘মৃত্যুর ফাঁদে’ ছবিতে আনোয়ার চৌধুরী জীবনের সহযোগী পরিচালক ছিলেন।
রফিকুল আলম
রফিকুল আলম একজন সঙ্গীতশিল্পী।
চয়ন ইসলাম
চয়ন ইসলাম একজন সঙ্গীতশিল্পী, সুরকার ও গীতিকার। তিনি ‘ডেঞ্জার মিশন’ ছবির সুর করেছেন, গানের কথা লিখেছেন, ও গানে কণ্ঠ দিয়েছেন।
রিমু
প্রয়াত বরেণ্য চিত্রনায়িকা টিনা খানের মেয়ে রিমু রোজা খন্দকার। মিডিয়াতে রিমুর অভিষেক ঘটে ফেরদৌস হাসান রানার নির্দেশনায় ২০০৮ সালে ‘পৃথিবীর সবরূপ মিশে আছে ঘাসে’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র এ কিউ খোকন পরিচালিত গুরু ভাই। এরপর তিনি জাকির হোসেন রাজুর ভালোবাসলেই ঘর বাধা যায় না, তানভীর মোকাম্মেলের জীবনঢুলী, গোলাম রব্বানী বিপ্লবের বৃত্তের বাইরে, শাহাদাৎ হোসেন লিটনের লাভ স্টেশন, মোহাম্মদ হোসেন জেমীর কিং খান প্রভৃতি। রিমু নিয়মিতভাবে ছোটপর্দায় অভিনয় করছেন। হুমায়ূন আহমেদের দুটি নাটকে কাজ করার সৌভাগ্য হয়েছে রিমুর। নাটক দুটি হচ্ছে নূরুদ্দিন স্বর্ণপদক ও নাট্যমঙ্গলের কথা শুনে পূণ্যবান। এছাড়া তিনি একাধিক ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন।