News Category:
জলি
চলচ্চিত্রের নায়িকা জলির বর্ণিল অভিষেক হয় জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে। চিত্রনায়িকা মাহি অভিনয় ছেড়ে দেয়ার ঘোষনা দেয়ার অল্প কিছুদিন পরে জাজ মাল্টিমিডিয়া একই সাথে দুইজন চিত্রনায়িকাকে সকলের সাথে পরিচয় করিয়ে দেয়। এদের একজন ফাল্গুনী রহমান জলি। ওয়াজেদ আলী সুমন পরিচালিত যৌথ প্রযোজনার চলচ্চিত্র অঙ্গার ছবিতে অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় জলির অভিষেক ঘটে। Continue reading
সাগর
সাগর ‘মহিলা হোস্টেল’ ছবি দিয়ে চলচ্চিত্রাঙ্গনে আগমন করেন। এরপর তিনি ‘জিরো জিরো সেভেন’, ‘এলাকার ত্রাস’, ‘এলাকার বাদশা’, ‘ধিক্কার’, ‘গোপন শত্রু’, ‘খুনী চেয়ারম্যান’ ছবিতে অভিনয় করেছেন। তাকে মূলত দ্বিতীয় ও তৃতীয় নায়ক হিসেবে দেখা যায়।
তিতান চৌধুরী
নগর মাস্তান চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত নায়িকার নাম তিতান চৌধুরী। চট্টগ্রামের মেয়ে তিতান চলচ্চিত্রে আগমনের পূর্বে মঞ্চ ও টিভি নাটকে অভিনয় করেছেন। Continue reading