পিয়ারী বেগম

পিয়ারী বেগম একজন বাংলাদেশী অভিনেত্রী। তিনি ঢাকায় নির্মিত প্রথম বাংলা চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এ অভিনয় করেছিলেন।

কাজী খালেক

কাজী খালেক একজন অভিনেতা ও পরিচালক। এফডিসি কেন্দ্রিক চলচ্চিত্রের সূচনালগ্নে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘মাটির পাহাড়’। এরপর তিনি ‘আসিয়া’, ‘বিষকন্যা’, ‘সোনার কাজল’, ‘সূর্য্যস্নান’, ‘ধারাপাত’, ‘এইতো জীবন’, ‘নদী ও নারী’, ‘ভাইয়া’, ‘অবাঞ্ছিত’, ‘নীল আকাশের নীচে’, ‘এতটুকু আশা’, ‘যে আগুনে পুড়ি’, ‘সূর্য্য ওঠার আগে’ চলচ্চিত্রে অভিনয় করেন। তার পরিচালিত চলচ্চিত্র ‘মেঘ ভাঙ্গা রোদ’।

তার জন্ম ১৯১৫ সালে মুন্সীগঞ্জে।

এম এ গফুর

এম এ গফুর ‘মুখ ও মুখোশ’ ছবির গীতিকার।

এম এ লতিফ

এম এ লতিফ ঢালিউডের প্রথম সবাক বাংলা চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এর সম্পাদনা করেন।