এ. বি. সিদ্দিক

এ. বি. সিদ্দিক একজন চলচ্চিত্র প্রযোজক। তিনি স্বাধীন বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘মানুষের মন’ (১৯৭২) প্রযোজনা করেন।

দীন ইসলাম

দীন ইসলাম ‘স্মৃতিটুকু থাক’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।