সুস্মি রহমান

২০০৯ সাল থেকে গ্রামীণফোনের বিজ্ঞাপনে মডেল হিসেবে শোবিজে পথচলা শুরু করেন সুস্মি রহমান। তার প্রথম চলচ্চিত্র ‘আসমানী’।

ফেসবুক প্রোফাইল: Shusmi Rahman

মোহাম্মদ ইরফান

মোহাম্মদ ইরফান ভারতীয় প্লেব্যাক গায়ক। তিনি বাংলা চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন।

কবিতা

১৯৬০-এর দশকের মাঝামাঝি সময়ে চলচ্চিত্রে আসেন কবিতা (Kabita)। শিশু শিল্পী হিসেবে পাপিয়া নামে ‘কাঞ্চন মালা’ ও ‘মহুয়া’ ছবিতে অভিনয় করেন। এছাড়া তিনি নায়িকা হিসেবে ‘রূপ কুমারী’ ও ‘চম্পাকলি’ ছবিতে অভিনয় করেন। এরপর তিনি কবিতা নাম ধারণ করেন। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য ছবিগুলো হল – জংলী মেয়ে, ছোট সাহেব, চাঁদ অউর চাঁদনী, সাইফুল মুল্‌ক্‌ বদিউজ্জামাল, ‘মলুয়া’, ‘স্বপ্ন দিয়ে ঘেরা’, আলোমতি, বাহরাম বাদশাহ, বাঘা বাঙ্গালী, শপথ নিলাম, জেহাদ, কে আসল কে নকল, ধন্যি মেয়ে, ভাড়াটে বাড়ী, তীর ভাঙ্গা ঢেউ, ফান্দে পড়িয়া বগা কান্দে, হাবা হাসমত, পিঞ্জর।

কবিতা তার চলচ্চিত্র ক্যারিয়ারের সুবর্ণসময়ে হঠাৎ বিবাহবন্ধনে আবদ্ধ হন, চলচ্চিত্র প্রদর্শক-প্রযোজক গোলাম কবিরের সাথে। বিয়ের পর চলচ্চিত্র থেকে দূরে সড়ে যান। একসময় গোলাম কবিরের সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটে। তখন তিনি আবার চলচ্চিত্র জগতে ফিরে আসার চেষ্টা করেন। কিন্তু চলচ্চিত্র জগতে তার আর ফিরে আসা হয়ে ওঠেনি। জানা যায় কবিতা এরপর আবারও বিয়ে করেছিলেন। সেই বিয়েও বেশীদিন টিকেনি।

কবিতার জন্ম ১৯৫২ সালে পাকিস্তানের করাচি শহরে। তার আসল নাম জোবেদা খাতুন পাপিয়া। তার পৈতৃক নিবাস পাবনায়। তিনি ২০১২ সালের ৮ জুন ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।