মোহাম্মদ কামারুজ্জামান

মোহাম্মদ কামারুজ্জামান একজন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি ‘মালামাল’, ‘খুনের বদলা’ ও ‘আসামী গ্রেফতার’ ছবি পরিচালনা ও চিত্রনাট্য রচনা করেছেন।

মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমান একজন গীতিকার। তিনি বেশকটি ছবির জন্য গান রচনা করেছেন, সেগুলো হল নারায়ণ ঘোষ মিতার “এরাও মানুষ”, “আলোর মিছিল” ও “লাঠিয়াল”। তিনি ‘আলোর মিছিল’ ছবির “এই পৃথিবীর পরে” গানটির জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে বাচসাস পুরস্কার পান।