মঞ্জুর হোসেন

‘রাজধানীর বুকে’ চলচ্চিত্রে অভিনয় দিয়ে বড় পর্দায় কাজ শুরু করেন মঞ্জুর হোসেন। পরবর্তীকালে চরিত্রাভিনেতা হিসেবে ‘হারানো দিন’, ‘পয়সে’, ‘ধারাপাত’, ‘সাত রং’, ‘তালাশ’, ‘শীত বিকেল’,  ‘রূপবান’, ‘বন্ধন’, ‘মিলন’, ‘কাজল’, ‘নবাব সিরাজউদ্দৌলা’, ‘কাঞ্চনমালা’, ‘ছোট সাহেব’, ‘বাজানা’, ‘নয়ন তারা’, ‘তুম মেরে হো’, ‘কুলি’, ‘মুক্তি’, ‘সংসার’, ‘নোলক’, ‘শাহজাদী গুলবাহার’সহ আরো অনেক সিনেমায় অভিনয় করেছেন। তিনি অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনাও করেছেন। তার প্রযোজিত পরিচালিত দুটি সিনেমা হচ্ছে ‘সমাপ্তি’ ও ‘দুটি মন দুটি আশা’।

মঞ্জুর হোসেনের জন্ম ১৯৩৭ সালে। তিনি ২০১৮ সালের ৭ই ডিসেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।

ছবি কৃতজ্ঞতা: কালের কণ্ঠ

 

আহমাদুর রহমান রানু

আহমাদুর রহমান একজন নৃত্য পরিচালক ও চরিত্রাভিনেতা। তিনি ‘জোয়ার এলো’, ‘সংসার’, ‘রূপ কুমারী’, ‘স্বর্ণ কমল’, ও ‘অপবাদ’ চলচ্চিত্রের নৃত্য পরিচালনা করেন। এছাড়া তিনি লোককাহিনি ধর্মী ‘রূপবান’, ও ‘সুয়োরানী দুয়োরাণী’ এবং ইতিহাস-আশ্রিত ‘নবাব সিরাজউদ্দৌলা’সহ একাধিক চলচ্চিত্রে পার্শ্ব অভিনেতা হিসেবে অভিনয় করেছেন।

ফাহ্‌মিদা খাতুন

অর্ধশতাব্দীর বেশি সময় ধরে সুর সাধনা করছেন ফাহ্‌মিদা খাতুন (Fahmida Khatun)। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রস্তুতিপর্বে বিভিন্ন সভায় ‘সার্থক জনম আমার’, ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’ এবং ‘আমার সোনার বাংলা’ গেয়ে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। তিনি ধারাপাত চলচ্চিত্রে “আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ” গানে কণ্ঠ দেন। এটি পূর্ব পাকিস্তানে নির্মিত কোন চলচ্চিত্রে ব্যবহৃত প্রথম রবীন্দ্র সঙ্গীত।