নাসরিন

আশির দশকের চিত্রনায়িকা নাসরিন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘লোভ লালসা’ ১৯৮৭ সালের ১৬ই জুন মুক্তি পেয়েছিল।

ক‍্যারিয়ারে যখন তার জনপ্রিয়তা বাড়তে থাকে, তখনই ১৯৮৮ সালে চিত্রনায়ক জসিমকে বিয়ে করে চলচ্চিত্র ছেড়ে দেন। চিত্রনায়িকা নাসরিন ১৯৮৭/৮৮ দুই বছরে ১০টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। সবগুলো চলচ্চিত্র ব‍্যবসা সফল ছিল।

নায়িকা নাসরিন অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে: ‘লোভ লালসা’, ‘ভরসা’, ‘অবদান’, ‘টাকা পয়সা’, ‘ভাই আমার ভাই’, ‘পরিবার’, ‘মিলনতারা’, ‘হিরো’, ‘সুখের সন্ধানে’ ইত‍্যাদি।