News Category:
শাহনাজ সুমী
শাহনাজ সুমী ২০১৬ সালে চ্যানেল আই সেরা নাচিয়ের সিজন থ্রি’তে সেরা দশে ছিলেন। এরপর বেশ কিছু নাটক ও বিজ্ঞাপন চিত্রে কাজ করে দর্শক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছেন এই নৃত্যশিল্পী। ধীরে-ধীরে ছোটপর্দার কাজ শুরু করেন। ধারাবাহিক নাটক ‘সোনার পাখি রুপার পাখি’ নাটকের বিজলী চরিত্রটি দর্শকদের অনেক মুগ্ধ করছে। তারপর ‘প্রিয়দিন-প্রিয়রাত’ নাটকে যুথী চরিত্রটিও প্রশংসিত হয়।
অ্যান্থলজি ছবি ‘ইতি, তোমারই ঢাকা’ দিয়ে তিনি চলচ্চিত্রে আগমণ করেন। এরপর তিনি ‘পাপ পুণ্য’ ও ‘দামাল’ ছবিতে অভিনয় করেছেন।
অর্চিতা স্পর্শিয়া
অর্চিতা স্পর্শিয়া
রাকিবুল হাসান রেজা
রাকিবুল হাসান রেজা ‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।
মোস্তাফিজুর নূর ইমরান
২০০৯ এ এনটিভির সুপার হিরো সুপার হিরোইন রিয়্যালেটি শো দিয়ে তিনি মিডিয়াতে যাত্রা শুরু করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। ’ইতি তোমারই ঢাকা’ চলচ্চিত্রে যে ১১টি গল্প ছিল সেই গল্পগুলোর মধ্যে ‘এক্সট্রা’ খণ্ডে এক্সট্রা হয়ে মন মাতিয়েছেন। ‘মহানগর’ সিরিজের পুলিশ কর্মকর্তা মলয় চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন। ‘কাইজার’, ‘জাহান’সহ বেশ কয়েকটি কনটেন্টে অভিনয় করেছেন তিনি।
২০২৪ সালের জানুয়ারি মাসে অভিনেত্রী নাজিয়া হক অর্ষাকে বিয়ে করেন ইমরান। চরকি ফ্লিক ‘জাহান’ ও পূর্ণদৈর্ঘ্য ‘সাহস’সহ বেশ কয়েকটি ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন অর্ষা ও ইমরান।
ইমরান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নাটক ও নাট্যতত্ত্বে স্নাতক এবং অভিনয়ে স্নাতকোত্তর করেছেন।