অনিন্দ্যিতা মিমি

অনিন্দ্যিতা মিমি ‘রিভেঞ্জ’ ও ‘ওস্তাদ’ চলচ্চিত্র এবং ‘দ্য সাইলেন্স’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন।

জুয়েল তালুকদার

জুয়েল তালুকদার একজন চলচ্চিত্র সম্পাদক। তিনি ‘ধিক্কার’ ও ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবি সম্পাদনা করেছেন।

সমু চৌধুরী

নব্বইয়ের দশকে টেলিভিশন নাটকের পরিচিত মুখ সমু চৌধুরী। তিনি দেশের মঞ্চ, টিভি ও চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন।

১৯৯০ সালের ২২ মার্চ বিটিভিতে প্রচারিত হয় তার অভিনীত প্রথম টিভি নাটক ‘সমৃদ্ধ অসীম’। সেই নাটকে অভিনয় করে তিনি সাতশ টাকা সম্মানী পেয়েছিলেন।

১৯৯৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় সমু চৌধুরীর। এরপর ‘দোলন চাঁপা’, ‘শত জনমের প্রেম’, ‘মায়ের অধিকার’, ‘দেশ দরদী’, ‘মরণ নিয়ে খেলা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘যাবি কই’, ‘সুন্দরী বধূ’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন।