শান্ত খান

২০১৯ সালের ৫ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত ‘প্রেমচোর’ চলচ্চিত্রের মধ্য দিয়ে ঢালিউডে যাত্রা শুরু করেন শান্ত খান। এরপর তাকে ‘বিক্ষোভ’, ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘বুবুজান’ ছবিতে দেখা যায়।

তার বাবা সেলিম খান শাপলা মিডিয়ার কর্ণধার।

সুমন রহমান

সুমন রহমান ‘বিশ্বসুন্দরী’ ছবির নৃত্য পরিচালনা করেছেন।

ফরহাদ

ফরহাদ একজন চিত্রনায়ক। তিনি ‘শাপমুক্তি’, ‘তাল বেতাল’, ‘নোলক’, ‘মালা তুমি কার’, ‘মিস্টার মাওলা’, ‘পনের কাঁটা’, ‘লাল বেনারসি’, ‘সন্ত্রাস’, ‘বড় ভাই’, ‘ভাই ভাবী’, ‘দিন মজুর’, ‘ময়নামতির সংসার’, ‘চেনা জানা শত্রু’ ছবিতে অভিনয় করেছেন।

তার পূর্ণ নাম ফরহাদ রউফ। তার জন্ম ১৯৫৭ সালের ১৪ আগস্ট বরিশালে। তার বাবা আবদুর রউফ পাকিস্তান কেন্দ্রীয় সরকারের ডেপুটি স্পিকার ছিলেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস তার চাচা এবং সাবেক মন্ত্রী নাজিউর রহমান মঞ্জু তার মামা। তার স্ত্রী অভিনেত্রী রেবেকা রউফ।