পার্বত রায়হান

পার্বত রায়হান একজন চিত্রগ্রাহক। তিনি ‘কিস অব জুডাস’ ও ‘হ্যাপি বার্থডে’ ওয়েব ফিল্মের চিত্রগ্রহণের দায়িত্ব পালন করেন।

এ. এম. জাকিরুল্লাহ জাকির

এ. এম. জাকিরুল্লাহ জাকির সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন। তিনি ‘পাপী শত্রু’ ও ‘স্নেহের প্রতিদান’ ছবিতে প্রধান সহকারী পরিচালক কাজ করেন। এরপর পূর্ণ পরিচালক হিসেবে ‘দুর্ধর্ষ পামেলা’ ছবি নির্মাণ করেন।