সিদ্দিক আহমেদ ‘অগোচরা’ ওয়েব সিরিজ পরিচালনা করেছেন। এছাড়া তিনি ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম এবং ‘ওভারট্রাম্প’ ও ‘অগোচরা’ ওয়েব ধারাবাহিকের চিত্রনাট্য রচনা করেন।
News Category:
আরাফাত মহসীন নিধি
আরাফাত মহসীন নিধি ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ চলচ্চিত্র এবং ‘কুহেলিকা’ ওয়েব ফিল্মের সঙ্গীত পরিচালনা করেছেন।
সঙ্গীত পরিচালনার পাশাপাশি তিনি চরকির ‘খুব কাছেরই কেউ’ ওয়েব ফিল্ম এবং ‘আঁতকা’ ওয়েব সিরিজ নির্মাণ করেছেন।
আরাফাত কীর্তি
আরাফাত কীর্তি একজন শব্দগ্রাহক। তিনি ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ও ‘তিথির অসুখ’ ওয়েব ফিল্মের শব্দগ্রহণ করেছেন।
কামরুজ্জামান তাপু
কামরুজ্জামান তাপু ‘সুড়ঙ্গ’ ও ‘তুফান’ ছবিতে অভিনয় করেছেন।
শেখ রাজিবুল ইসলাম
শেখ রাজিবুল ইসলাম একজন চিত্রগ্রাহক। তিনি ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘টান’, ‘নিঃশ্বাস’, ‘উনিশ ২০’ ওয়েব ফিল্মের চিত্রগ্রহণ করেছেন।
মোমিন বিশ্বাস
মোমিন বিশ্বাস একজন চলচ্চিত্র সম্পাদক। তিনি ‘নো ল্যান্ডস ম্যান’ চলচ্চিত্র এবং ‘সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি’ ওয়েব ফিল্মের সম্পাদনা করেছেন।