শাহেদ চৌধুরী

শাহেদ চৌধুরী ‘লণ্ড ভণ্ড’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। তার পরিচালিত ছবিগুলো হল ‘খলনায়িকা’, ‘টাফ অপারেশন’, ‘হাই রিস্ক’, ‘টেনশন’, ‘আড়াল’, ‘ভাল হতে চাই’।

মোঃ হায়দার আলী

মোঃ হায়দার আলী ‘খুনী চেয়ারম্যান’ ও ‘১ টাকার ছেলে কোটি টাকার মেয়ে’ ছবির প্রযোজক।

সামিয়া

সামিয়া ‘খুনী বউ’ ছবি দিয়ে চলচ্চিত্র জগতে আগমন করেন। এছাড়া তিনি ‘বাবু খুনী’, ‘জজের রায়ে ফাঁসি’, ‘চম্পা রানীর আখড়া’ ছবিতে অভিনয় করেছেন। তাকে আলেকজান্ডার বো, প্রিন্স, সোহেলের সাথে অভিনয় করতে দেখা যায়।

খেয়ালি

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পপির ছোট বোন খেয়ালি। তার চলচ্চিত্রে অভিষেক ঘটে রাজু আহমেদ পরিচালিত ‘ভুল’ ছবি দিয়ে। এর তিন বছর আগে প্রথম তিনি একটি টিভি নাটকে অভিনয় করেন। এরপর মাঝেমধ্যেই তাকে ছোটপর্দায় অভিনয় করতে দেখা গেছে।

চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে খেয়ালি বলেন, ‘আমার বোন পপি প্রেরণায় আমি মিডিয়ায় কাজ করা করি। পাশাপাশি ছিল মায়ের সমর্থন ও উৎসাহ।