News Category:
সৈয়দ হারুন
সৈয়দ হারুন একজন চলচ্চিত্র পরিচালক। তিনি ‘বাঁচার লড়াই’, ‘অচল পয়সা’, ‘জামিন নাই’ প্রভৃতি চলচ্চিত্র পরিচালনা করেছেন।
জামশেদুর রহমান
জামশেদুর রহমান একজন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি ‘লাভ লেটার’ ও ‘আমার প্রেম আমার অহংকার’ ছবি পরিচালনা করেছেন।
নাজমুল হাসান সুকর্ণ
নাজমুল হাসান সুকর্ণ ‘মুন্সিগিরি’ ওয়েব ফিল্ম এবং ‘বোধ’ ওয়েব ধারাবাহিকের প্রোডাকশন ডিজাইনার ও সহকারী পরিচালক হিসেবে কাজ করেন
আহম্মেদ আলী
আহম্মেদ আলী একজন রূপসজ্জাকর। তিনি ‘মিথ্যা অহংকার’, ‘ভালবাসার ঘর’, ‘জবর দখল’ প্রভৃতি ছবিতে রূপসজ্জার দায়িত্ব পালন করেন।