মনিষা

মনিষা ‘মিলন’ ছবি দিয়ে চলচ্চিত্রাঙ্গনে আগমন করেন।

কায়সার আহমেদ

কায়সার আহমেদ একজন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি ‘দোলন চাঁপা’ ও ‘সুজন মাঝির প্রেম’ চলচ্চিত্র পরিচালনা করেছেন এবং চিত্রনাট্য লিখেছেন।

সামসুল আলম

সামসুল আলম একজন পরিচালক ও চিত্রনাট্যকার। তার উল্লেখযোগ্য ছবি হল ‘এলাকার ত্রাস’, ‘কাউন্টার এটাক’, ‘ড্যাম কেয়ার’, ‘দুশমনের দুশমন’ ও ‘পাকা খেলোয়াড়’।

রয়েল মানিক

রয়েল মানিক ‘জাল’, ‘টর্চার’ ও ‘মাথা নষ্ট’ ছবিতে অভিনয় করেছেন।

মোহাম্মদ আলমগীর

মোহাম্মদ আলমগীর হোসেন একজন চলচ্চিত্র প্রযোজক। তিনি ওস্তাদ জাহাঙ্গীর আলমের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। প্রযোজনা ব্যবস্থাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। তার প্রযোজিত চলচ্চিত্র ‘গোপন শত্রু’ ও ‘ক্রস ফায়ার’। সহ-প্রযোজক হিসেবে প্রযোজিত চলচ্চিত্র ‘গেরিলা বাহিনী’, ‘ডেঞ্জার মিশন’ ও ‘গুটিবাজ’।

তার জন্ম ১৯৬৮ সালের ১০ ফেব্রুয়ারি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুরাইশ গ্রামে।