News Category:
মাসুদা খান
মাসুদা খান ‘ষ’ ওয়েব ধারাবাহিকের “নিশির ডাক” পর্বে অভিনয় করেছেন।
সাঈদা তাসলিমা হাসান নদী
সাঈদা তাসলিমা হাসান নদী ভৌতিক অন্থলজিক্যাল ধারাবাহিক ‘ষ’-এর “লোকে বলে” পর্বে অভিনয় করেছেন।
মায়মুনা ইসলাম মেধা
মায়মুনা ইসলাম মেধা একজন শিশুশিল্পী। সে ‘ষ’, ‘দাগ’ ওয়েব সিরিজ এবং ‘অনাবৃত’ চলচ্চিত্রে অভিনয় করেছে।