খেয়ালি

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পপির ছোট বোন খেয়ালি। তার চলচ্চিত্রে অভিষেক ঘটে রাজু আহমেদ পরিচালিত ‘ভুল’ ছবি দিয়ে। এর তিন বছর আগে প্রথম তিনি একটি টিভি নাটকে অভিনয় করেন। এরপর মাঝেমধ্যেই তাকে ছোটপর্দায় অভিনয় করতে দেখা গেছে।

চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে খেয়ালি বলেন, ‘আমার বোন পপি প্রেরণায় আমি মিডিয়ায় কাজ করা করি। পাশাপাশি ছিল মায়ের সমর্থন ও উৎসাহ।

ফারজানা ছবি

টেলিভিশন নাট্যাভিনেত্রী হিসেবেই জনপ্রিয় ফারজানা ছবি। তিনি ১৯৯৮ সালে ‘চিঠি’ নাটকের মধ্য দিয়ে টিভি পর্দায় আসেন। তবে মাঝে মধ্যে চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি।

তিনি ২০২০ সালে অসীম গোমেজের পরিচালনায় ‘এক চিলতে রোদ্দুর’ নামের একটি শর্টফিল্মে অভিনয় করেন। এটি ভারতের বিহারে অনুষ্ঠিত ‘নাওয়াদা চলচ্চিত্র উৎসবে’ প্রদর্শিত হয় এবং শর্টফিল্ম ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার অর্জন করে। তিনি ‘জয় নগরের জমিদার’ চলচ্চিত্রে বড় রানী চরিত্রে অভিনয় করেন।

ওটিটিতে তিনি ‘নিঃশ্বাস’ ও ‘ফ্রাইডে’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন।

২০১৪ সালে ঢাকা কমার্স কলেজের শিক্ষক তন্ময় সরকারকে বিয়ে করেন ফারজানা ছবি। বিয়ের প্রথম বছরে এই দম্পতির ঘরে আসে প্রথম পুত্র সন্তান অভিরূপ। ২০১৬ সালের ১ মে দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছবির কোল জুড়ে আসে দ্বিতীয় পুত্র সন্তান।