News Category:
তাসনিয়া ফারিণ
তাসনিয়া ফারিণ ২০২১ সাল থেকে ওটিটিতে কাজ শুরু করেন। ওটিটিতে তার প্রথম কাজ ‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’। এরপর তিনি ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘নিঃশ্বাস’ ওয়েব ফিল্মে এবং ‘সিন্ডিকেট’, ও ‘কারাগার’ ওয়েব সিরিজে অভিনয় করেন।
ইহতিশাম আহমেদ
ইহতিশাম আহমেদ টিংকু ‘কার্নিশ’, ‘সুড়ঙ্গ’, ‘জংলি’, ‘তাণ্ডব’ প্রভৃতি চলচ্চিত্রে এবং ‘এই মূহুর্তে’, ‘বোধ’, ‘রেডরাম’, ‘দ্য সাইলেন্স’, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ প্রভৃতি ওয়েব ধারাবাহিকে অভিনয় করেছেন।
রাশেদা রাখি
রাশেদা রাখি ‘অনাবৃত’ ছবিতে এবং ‘এই মূহুর্তে’ ও ‘ব্ল্যাক মানি’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন।