News Category:
অনিক আহমেদ
অনিক আহমেদ একজন শব্দগ্রাহক। তিনি ‘জংলি’ চলচ্চিত্র এবং ‘সদরঘাটের টাইগার’ ও ‘রইল বাকি ১০’ ওয়েব ধারাবাহিকের শব্দগ্রহণ করেছেন।
রিফাত তাফির
রিফাত আহমেদ তাফির ‘আগন্তুক’ ছবিতে অভিনয় করেছেন এবং এর সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
প্রিয়াঙ্কা চৌধুরী
প্রিয়াঙ্কা চৌধুরী ‘মুন্সিগিরি’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন।
মারুফ রহমান
মারুফ রহমান ‘সুড়ঙ্গ’ ছবিতে অভিনয় করেছেন।
আজিজুর রহমান আজাদ
আজিজুর রহমান আজাদ ‘মুন্সিগিরি’ ওয়েব ফিল্মে ও ‘জংলি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।
আজাদের মা আজিজুন্নাহার। তার স্ত্রী রোকসানা হক। ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাত সাড়ে ৩টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় তার বাড়িতে ঢুকে গুলি করে আহত করে দুর্বৃত্তরা। এ সময়ে তার শরীরে তিনটি গুলি বিদ্ধ হয়। এ ঘটনায় আজাদের স্ত্রী ও তার মাকেও মারধর করেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজধানীর উত্তরায় শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করেন।