ফাহিম ‘দুই ভাইয়ের যুদ্ধ’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রাঙ্গনে আগমন করেন। এরপর তিনি ‘কারাগার’ ছবিতে অভিনয় করেছেন।
News Category:
মুর্তজা আতশ জমজম
মুর্তজা আতশ জমজম একজন ইরানি চলচ্চিত্র পরিচালক। তিনি বাংলা ভাষায় ‘দিন দ্য ডে’ ও ‘ফেরেশতে’ চলচ্চিত্র নির্মাণ করেছেন।
রাফিয়াথ রশিদ মিথিলা
রাফিয়াথ রশিদ মিথিলা একজন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল। ‘অমানুষ’ ছবি দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। এরপর তিনি ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত ‘কাজলরেখা’ ছবিতে কঙ্কনদাসী চরিত্রে অভিনয় করে সফলতা লাভ করেন। এছাড়া তিনি ‘জলে জ্বলে তারা’ ছবিতে অভিনয় করেছেন।
ওয়েব প্ল্যাটফর্মে হইচইয়ের ‘একাত্তর’ দিয়ে তার অভিষেক ঘটে। এরপর তিনি চরকির ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজে শায়লা চরিত্রে অভিনয় করে খ্যাতি পান এবং এর দ্বিতীয় মৌসুমে পুনরায় একই চরিত্রে অভিনয় করেন।
তপু খান
তপু খান একজন চলচ্চিত্র পরিচালক। তিনি ‘লিডার আমিই বাংলাদেশ’ ও ‘ডার্ক জাস্টিস’ নির্মাণ করেছেন।