লাবু মিয়া

লাবু মিয়া একজন অঙ্গসজ্জাকার। তিনি ‘নাগ নাগিনীর প্রেম’, ‘চাকরানী’, ‘লাট সাহেবের মেয়ে’, ‘২০ বছর পর’, ‘নিষ্পাপ’ প্রভৃতি ছবির অঙ্গসজ্জার দায়িত্ব পালন করেন।

হযরত আলী

হযরত আলী কালু একজন প্রযোজনা ব্যবস্থাপক। তিনি ‘নয়া বাইদানী’ ও ‘নিষ্পাপ বধূ’ ছবির ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।

হায়দার খান

হায়দার খান একজন রূপসজ্জাকার। তিনি ‘মধু পূর্ণিমা’, ‘নিষ্পাপ বধূ’, ‘ঘাটের মাঝি’ প্রভৃতি ছবির রূপসজ্জার দায়িত্ব পালন করেন।